প্রচ্ছদ শিল্পীর কাজ কি শুধুই প্রচ্ছদ তৈরি করা?
আজকের এই গল্প কোনো লেখক কিংবা পাঠকের নয়। এই গল্প হলো সেই ব্যক্তির যিনি পাঠককে বইটি হাতে নিয়ে দেখার আগ্রহ তৈরি করেন। তিনিই হলেন প্রচ্ছদ শিল্পী! তিনিই প্রথম আগ্রহ তৈরি করেন একজন পাঠকের মনে! পরে পাঠক ধরে রাখার কাজটি হচ্ছে লেখকের।
বাংলাদেশ টেলিভিশন (B T V) আর্ট ডিরেক্টর মোরসালিন বলছেন নিজের সেই অসাধারণ প্রতিভার কথা, তিনি আর্ট ডিরেক্টরের পাশাপাশি আরো কিছু কার্যক্রমের সাথে যুক্ত আছেন, এর মধ্যে তার একটা গুণ হলো প্রচ্ছদ তৈরি করা। পাঠকের মনে তিনি প্রথম সাড়া জাগান তারপরটা লেখক এর দায়িত্ব।
এ বছর আর্ট ডিরেক্টর মোরসালিনের প্রচ্ছদ করা ৪ টি বই।
অ পদার্থবিজ্ঞান, বিজ্ঞানীদের কাণ্ডকারখানা-৩, নব প্লাবন , নব যৌবন