ইংরেজী শেখার সেরা ৩ বই, সাহায্য করবে পরীক্ষার প্রস্তুতিতে ও প্রাথমিক জ্ঞান অর্জনে

ingrji shikkhar boi

কিছু দক্ষতা আছে যা সব জায়গাতেই কাজে লাগে এবং সেই অগ্রাহ্য করা যে কারোর জন্যই কঠিন। বিশ্বায়নের এ যুগে তাই ইংরেজির গুরুত্ব বুঝিয়ে বলার প্রয়োজন নেই । আর চলমান বিশ্ব পরিস্থিতি থেকে সহজেই উপলব্ধি করা যায়, কেননা উচ্চশিক্ষা, ব্যবসাবাণিজ্য, চাকুরির বাজার থেকে শুরু করে কূটনীতি এবং দেশচালনা পর্যন্ত সব ক্ষেত্রেই সফল হবার প্রাথমিক পূর্বশর্ত ইংরেজীতে দক্ষতা । তাছাড়া বিভিন্ন জব সেক্টরে তো ইংরেজি দক্ষতাকে আলাদা যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, মাল্টিন্যাশনাল কোম্পানির জব থেকে ফ্রিল্যান্সিং কাজের জন্যও প্রয়োজন ইংরেজী জানা। তাই বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে আন্তর্জাতিক এ ভাষাটি শেখার গুরুত্ব ক্রমেই বাড়ছে । বিবর্তনশীল বিশ্ব এ প্রয়োজন সৃষ্টি করেছে । এদেশে ইংরেজী শেখার হাতেখড়ি হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে । ইংরেজীতে প্রাথমিক দক্ষতা এ পর্যায়েই অর্জিত হওয়া উচিত ।

আসুন ইংরেজীতে দক্ষতা অর্জনে যে ৩ টি বই সহায়ক হতে পারে সে সম্পর্কে জেনে নেই! বইগুলো ইতিমধ্যে রকমারি ডট কম বেস্ট সেলার তালিকায় জায়গা করে নিয়েছে।

ইংরেজীতে দক্ষতার জন্য যে বইগুলো বেশী সহায়ক 

১) স্মার্ট ইংলিশ: স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ
২) বিবিসি জানালা ইংরেজি শেখার বই: ১ম-৩য় খন্ড 
৩)ঘরে বসে Spoken English ( Grammar শেখা ছাড়াই ইংরেজি বলার উপায় )

আসুন এক নজরে চোখ বুলিয়ে জেনে নেই বইটি কেন আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ?

১। স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ

 

স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ
স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ

BUY NOW

স্মার্ট ইংলিশ: স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য অনন্য একটি বই।

এতে যা যা পাওয়া যাবে: 

✪ ইংরেজি বাক্য তৈরির ৭০টি গুরুত্বপূর্ণ রুল (Structure)
✪ বিষয়ভিত্তিক ভোকাবুলারি (শব্দের অর্থ)
✪ ইংরেজি বাক্যের কমন মিসটেক ও গ্রামাটিক্যাল রুল অনুযায়ী সংশোধন
✪ ইংরেজি বড় বাক্য তৈরির টেকনিক/ফ্রিহ্যান্ড রাইটিং
✪ কোন পরিবেশে ইংরেজিতে কি বলবেন (ধন্যবাদ, বিদায়, অভিনন্দন, উৎসাহ, মতামত ইত্যাদি)
✪ বিষয়ভিত্তিক ইংরেজি কনভার্সেশন
✪ গুরুত্বপূর্ণ Linking word/Connectors
✪ Wh question

২। বিবিসি জানালা ইংরেজি শেখার বই: ১ম-৩য় খণ্ড

 

বিবিসি জানালা
বিবিসি জানালা ইংরেজি শেখার বই (১ম-৩য় খণ্ড) (রকমারি কালেকশন)

BUY NOW

বইটির সম্পর্কে বলার আগে বলতে হয় বইটি প্রকাশের পেছনের কথাঃ ২০০৯ সালে। ওই বছর বিবিসি মিডিয়া অ্যাকশন দেশজুড়ে একটা জরিপ চালায়। দেখা যায়, বাংলাদেশের ৮৪ শতাংশ মানুষ ইংরেজি শিখতে চান। কিন্তু শিখছেন মাত্র ২১ শতাংশ মানুষ। তাঁদের কাছে ইংরেজি বড় কঠিন। আর তাঁরা শিখবেনই বা কোথায়, সুযোগ নেই, খরচও অনেক। তাঁদের জন্যই চালু হলো বিবিসি জানালা। আর শেখার উপকরণকে আরও বেশি মানুষের কাছে সহজে পৌঁছে দিতে বিবিসি জানালা বেছে নিল দেশের সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলোকে। বিবিসি জানালার বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রথম আলোর অনেক পাঠক পড়াশোনা পাতা থেকে লেসনগুলো কেটে সংরক্ষণ করেন।

বিবিসি জানালার কর্মকর্তারা জানান, পাঠক সংরক্ষণ করছেন এমনটা দেখে তাঁরা বই বের করার উদ্যোগ নেন। সেই ধারাবাহিকতায় ২০১১ সালের নভেম্বরে বিবিসি জানালা ও প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রকাশনা সংস্থা প্রথমা থেকে ছাপা হয় বিবিসি জানালা ইংরেজি শেখার বই। এরপর বাজারে আসে আরেকটি বই বিবিসি জানালা ইংরেজি শেখার বই মজায় মজায় শেখা। বই দুটি ইতিমধ্যে ৫০ হাজার কপির বেশি বিক্রি হয়ে গেছে।
ইংরেজী শেখার সবগুলো বই একত্রে দেখুন এখানে

৩। ঘরে বসে Spoken Englishমুনজেরিন শহীদ 

 

ঘরে বসে Spoken English
BUY NOW

বইটি যাদের জন্য প্রযোজ্য : 
১) কোথা থেকে ইংরেজি শিখবেন বুঝছেন না যারা।
২) মুখে ইংরেজি শুনলে বন্ধুরা হাসাহাসি করে যাদের।
৩) গ্রুপ প্রেজেন্টেশনে কেউ দলে নিতে চায় না যাদের।
৪) গ্রামার শেখার ধৈর্য্য নেই যাদের।
৫) অবসরে টুকটাক ইংরেজি শিখতে চান যারা।
৬) IELTS স্পিকিং টেস্টে ভাল করতে চান যারা।

বইটি থেকে যা যা শিখতে পারবেন: 
১) টিপস অ্যান্ড ট্রিকস যেগুলো আপনার ইংরেজিভীতি কমিয়ে দেবে।
২) যেভাবে স্মার্টলি স্পোকেন ইংলিশের চর্চা করবেন বাড়িতে বসেই।
৩) যে হ্যাকগুলো ফলো করলে ইংরেজিতে কথা বলার জড়তা কেটে যাবে দ্রুতই।
৪) প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যয় করে ইংরেজিতে দক্ষ হবার উপায়। ইন্টার্ভিউ ও প্রেজেন্টেশনে না ঘাবড়িয়ে।
৫) ইংরেজিতে কথা বলার উপায়। গ্রামার শেখা ছাড়াই ইংরেজি বলার উপায়।

ইংরেজী শেখার সবগুলো বই দেখুন 

 

Tashmin Nur

Tashmin Nur

লিখতে ভালোবাসি, কারণ- আমি উড়তে ভালোবাসি। একমাত্র লিখতে গেলেই আসমানে পাখা মেলা যায়। আমার জন্ম কোথায়, পূর্ণ নাম কী, কোথায় কিসে পড়াশোনা করেছি, এটুকু আমার পরিচয় নয়। যেটুকু আমাকে দেখা যায় না, সেটুকুই আমার পরিচয়। বাকিটুকু আমার চিন্তায় ও সৃষ্টিকর্মে।

Leave a Comment

সম্পর্কিত ব্লগগুলো পড়ুন

Rokomari-blog-Logo.png
Join our mailing list and get the latest updates
Loading