সুদ সম্পর্কে ইসলাম কি বলে এবং সুদের কোন বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা উচিৎ? কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টিকে ব্যখ্যা করেছেন এ.কিউ.এম ছফিউল্লাহ আরিফ। তিনি এক্সিম ব্যাংকের ইসলামী শরিয়াহ বিভাগের দায়িত্বের আছেন।
লিখতে ভালোবাসি, কারণ- আমি উড়তে ভালোবাসি। একমাত্র লিখতে গেলেই আসমানে পাখা মেলা যায়। আমার জন্ম কোথায়, পূর্ণ নাম কী, কোথায় কিসে পড়াশোনা করেছি, এটুকু আমার পরিচয় নয়। যেটুকু আমাকে দেখা যায় না, সেটুকুই আমার পরিচয়। বাকিটুকু আমার চিন্তায় ও সৃষ্টিকর্মে।
1 thought on “সুদ সম্পর্কে একজন মুমিনকে অবশ্যই যা জানতে হবে ।”
1 thought on “সুদ সম্পর্কে একজন মুমিনকে অবশ্যই যা জানতে হবে ।”
❤