ব্লগ সাবমিট করার সময় যে বিষয়গুলো বিবেচনায় না রাখলে ব্লগ প্রকাশিত হবে না –

১। লেখার দৈর্ঘ্য ন্যূনতম ৮০০ শব্দ হতে হবে।
২। লেখার শেষে বা তথ্যের পাশে ব্র্যাকেটে তথ্যসূত্র উল্লেখ করতে হবে।
৩। ভালো রেজ্যুলশনের ৫ টি প্রাসঙ্গিক ছবি লেখার সঙ্গে অবশ্যই দিতে হবে। ছবিতে কোনো ওয়াটার মার্ক বা লোগো থাকা যাবে না।
৪। ব্লগের বিষয়বস্তু রকমারি ব্লগের ক্যাটাগরিগুলোর যে কোনোটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
৫। প্যারেন্টিং, মোটিভেশন, ইতিহাস, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, স্মরণীয়-বরণীয়, বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরির ব্লগগুলোকে আগে প্রাধান্য দেয়া হবে।
৬। ব্যক্তিগত হয়রানি, ধর্মীয় উস্কানিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লেখা অনুমোদিত হবে না।
৭। লেখায় অশ্লীল ও অমার্জিত শব্দ পরিহার করতে হবে।
৮। লেখার সহজবোধ্যতা বজায় রাখতে হবে। দীর্ঘ ক্লান্তিকর বাক্য ও অনুচ্ছেদের পরিবর্তে সরল বাক্য ও ছোট ছোট অনুচ্ছেদে লিখিত ব্লগ প্রাধান্য পাবে। বানানের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
৯। প্রবন্ধ-নিবন্ধে লেখকের শব্দ-শৈলী, নিজস্বতা এবং ব্যতিক্রমী স্টাইলকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে।
১০। একঘেঁয়ে, গতানুগতিক ধারার ভূমিকার চেয়ে গল্পনির্ভর ও নাটকীয় ভূমিকাসম্পন্ন লেখা বেশি প্রাধান্য পাবে।
১১। লেখার অবশ্যই একটি উপসংহার থাকতে হবে। উপসংহারবিহীন লেখা প্রকাশিত হবে না।
১২। অনুবাদের ক্ষেত্রে ভাবানুবাদকে প্রাধান্য দেয়া হবে। গুগল ট্রান্সলেট দিয়ে অনুবাদে উৎসাহীদের নিরুৎসাহিত করা হচ্ছে।
১৩। রকমারি ব্লগ আর্টিক্যাল নির্ভর ব্লগ। ছড়া, কবিতা বা ছোটগল্প প্রকাশিত হবে না।
১৪। ব্যক্তিগত প্রচার-প্রসারমূলক লেখা অনুমোদিত হবে না। (*শর্ত প্রযোজ্য)
১৫। কপি-পেস্ট লেখা অনুমোদিত হবে না।

* রকমারি ব্লগের এডিটর প্যানেল যে কোনো লেখাতে প্রয়োজনীয় সংশোধনী, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধনের অধিকার রাখে। ব্লগ প্রকাশিত হওয়ার পর কোনো পরিবর্তন লেখকের কাছে আপত্তিকর মনে হলে ই-মেইল যোগে লেখক নিজস্ব মতামত জানাতে পারেন বা লেখা উইথড্র করতে পারেন। ই-মেইল সংযোগ- pr@rokomari.com

*সর্বোচ্চ সংখ্যক ব্লগ রচয়িতার জন্য ও উৎকৃষ্ট মানের লেখার জন্য বিশেষ উপহারের ব্যবস্থা থাকবে।

Rokomari-blog-Logo.png
Join our mailing list and get the latest updates
Loading