উদ্যোক্তাদের হতে হবে লার্নার। যে যত বড় লার্নার হতে পারবে, সে ততই বড় এন্টারপ্রিনার হতে পারবে। যে কোনো বিজনেস এর শুরুতে অবশ্যই একটা ভিশন সেট করতে হবে, সেটা যে কোনো কিছুই হতে পারে।
হতে পারে আপনি চাচ্ছেন আপনার কোম্পানিতে ১০০০ মানুষ কাজ করবে, হতে পারে আপনি চাচ্ছেন যে দেশের ফুড প্রবলেম সল্ভ করবেন। তাই উদ্যোক্তা হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সাহায্য করতে পারে। The Lean Startup