যদি স্টার্টআপ করতে চাও এবং একটা বই পড়, তবে এই একটা বই পড় । ঝংকার মাহবুব,মাহমুদুল হাসান সোহাগ

mahmudul hasan sohag

উদ্যোক্তাদের হতে হবে লার্নার। যে যত বড় লার্নার হতে পারবে, সে ততই বড় এন্টারপ্রিনার হতে পারবে। যে কোনো বিজনেস এর শুরুতে অবশ্যই একটা ভিশন সেট করতে হবে, সেটা যে কোনো কিছুই হতে পারে।

হতে পারে আপনি চাচ্ছেন আপনার কোম্পানিতে ১০০০ মানুষ কাজ করবে, হতে পারে আপনি চাচ্ছেন যে দেশের ফুড প্রবলেম সল্ভ করবেন। তাই উদ্যোক্তা হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সাহায্য করতে পারে। The Lean Startup

Tashmin Nur

Tashmin Nur

লিখতে ভালোবাসি, কারণ- আমি উড়তে ভালোবাসি। একমাত্র লিখতে গেলেই আসমানে পাখা মেলা যায়। আমার জন্ম কোথায়, পূর্ণ নাম কী, কোথায় কিসে পড়াশোনা করেছি, এটুকু আমার পরিচয় নয়। যেটুকু আমাকে দেখা যায় না, সেটুকুই আমার পরিচয়। বাকিটুকু আমার চিন্তায় ও সৃষ্টিকর্মে।

Leave a Comment

সম্পর্কিত ব্লগগুলো পড়ুন

Rokomari-blog-Logo.png
Join our mailing list and get the latest updates
Loading