ভালোবাসা আমাকে ক্লান্ত করে না।’মেঘডুবি’

সবুজ ঘাসে জল, শ্যাওলায় আঁকা ছবি, পৃথিবীর ইতিহাস, লিখেছেন পাথর-কবি, সঠিক থেকো, নইলে পাবে কঠিন অভিশাপ, তুমি যাকে পুণ্য বলো, আরেক নাম তার পাপ।

মেঘডুবি ভালোবেসে আগলে রেখেছেন আপনারা। এই ভালোবাসা আমাকে আরো বেশি ঋণী করে এবং একজীবন লিখে যেতে চাই।

Tashmin Nur

Tashmin Nur

লিখতে ভালোবাসি, কারণ- আমি উড়তে ভালোবাসি। একমাত্র লিখতে গেলেই আসমানে পাখা মেলা যায়। আমার জন্ম কোথায়, পূর্ণ নাম কী, কোথায় কিসে পড়াশোনা করেছি, এটুকু আমার পরিচয় নয়। যেটুকু আমাকে দেখা যায় না, সেটুকুই আমার পরিচয়। বাকিটুকু আমার চিন্তায় ও সৃষ্টিকর্মে।

Leave a Comment

সম্পর্কিত ব্লগগুলো পড়ুন

Rokomari-blog-Logo.png
Join our mailing list and get the latest updates
Loading