আচ্ছা ধরুন আপনার বাসার কলিংবেল বাজছে আপনি দরজা খুলে দেখলেন প্রধানমন্ত্রী দরজায় দাঁড়িয়ে ঠিক ওই মুহূর্তটায় আপনি কি করবেন? হ্যাঁ কিছু বলতে পারছেন না শুধু হা করে তাকিয়ে আছেন তাঁর দিকে। এমনটাই ঘটার সম্ভবনা বেশি।
আচ্ছা ধরুন প্রধানমন্ত্রী আপনার বাসার ভিতরে আসলেন এবং বসলেন ঠিক তখন আপনার অনুভূতি কেমন হবে? তাকে কী খেতে দিবেন, তাঁর জন্য কী করবেন এগুলো ভাবাটাই স্বাভাবিক! তবুও আপনি হলে কি করতেন?