প্রধানমন্ত্রী আপনার বাসায় চা খেতে আসলে আপনি কি করতেন?

sumanta aslam

আচ্ছা ধরুন আপনার বাসার কলিংবেল বাজছে আপনি দরজা খুলে দেখলেন প্রধানমন্ত্রী দরজায় দাঁড়িয়ে ঠিক ওই মুহূর্তটায় আপনি কি করবেন? হ্যাঁ কিছু বলতে পারছেন না শুধু হা করে তাকিয়ে আছেন তাঁর দিকে। এমনটাই ঘটার সম্ভবনা বেশি।

আচ্ছা ধরুন প্রধানমন্ত্রী আপনার বাসার ভিতরে আসলেন এবং বসলেন ঠিক তখন আপনার অনুভূতি কেমন হবে? তাকে কী খেতে দিবেন, তাঁর জন্য কী করবেন এগুলো ভাবাটাই স্বাভাবিক! তবুও আপনি হলে কি করতেন?

প্রধানমন্ত্রী প্রতিদিন চা খেতে আসেন আমাদের বাসায় 

Tashmin Nur

Tashmin Nur

লিখতে ভালোবাসি, কারণ- আমি উড়তে ভালোবাসি। একমাত্র লিখতে গেলেই আসমানে পাখা মেলা যায়। আমার জন্ম কোথায়, পূর্ণ নাম কী, কোথায় কিসে পড়াশোনা করেছি, এটুকু আমার পরিচয় নয়। যেটুকু আমাকে দেখা যায় না, সেটুকুই আমার পরিচয়। বাকিটুকু আমার চিন্তায় ও সৃষ্টিকর্মে।

Leave a Comment

সম্পর্কিত ব্লগগুলো পড়ুন

Rokomari-blog-Logo.png
Join our mailing list and get the latest updates
Loading