আমি কি করেছি? “ফিজিক্সের বেসিক বিষয়গুলো কার্টুন, ডায়াগ্রাম বা বিভিন্ন ছবি দিয়ে খুব ভালো ভাবে বুঝানোর চেষ্টা করেছি। অ পদার্থবিজ্ঞান বইটি আমার প্রথম লেখা। খুশির খবর হচ্ছে বইটি এখন রকমারির বেস্ট সেলার লিস্টে আছে। পাঠকদের এতভালো সাড়া পেয়ে খুব ভালো লাগছে”।
বইটি পড়ে শিখতে পারবে সবাই, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা তো শিখবেই, যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন না, তারাও ফিজিক্সের বেসিক বিষয়গুলো জানতে পারবে এই বই থেকে।