মাহমুদুল হাসান সোহাগ এর জবানীতে সৌখিন- এর “শঙ্খমালা”

কিছু দেখা চমকে দেয়, কিছু কথা থমকে দেয়, আজকের ভিডিওটাও এমন একজনকে নিয়ে যে, ভিডিওটি শোনার পর আপনি আবারো একবার থমকে বসবেন! এমন একজন যার লেখা কবিতাগুলো কাঁদাতে পারে, যার লেখা নীতিকথাগুলো কিছু শিখাতে পারে। তিনি হলেন- এস. এম. আরিফুজ্জামান সৌখিন এবং তার “শঙ্খমালা

“সারাদিন একই কাপড়ে একই ক্লান্তিতে হাজারটা কাজ শেষ করে এত বিধ্বস্ত অবস্থায় যখন ঘরে ঢুকি তখন যদি দেখি যে একটা পরী ঘুমিয়ে আছে আমার ঘরে। তখন রাজ্যের ক্লান্তি একসাথে কেটে গিয়ে শুধু একটা কথাই মাথায় আসে। ওরকম নিষ্পাপ হয়ে যদি একটু ঘুমাতে পারতাম! আমি আবার বাচ্চা হয়ে যেতে চাই!”

“সত্যি তো ঘুমিয়ে পড়লেন নিষ্পাপ এর মত” !!- এস. এম. আরিফুজ্জামান সৌখিন

ডায়েরি ও চিঠিপত্র সংকলন।

 

 

Tashmin Nur

Tashmin Nur

লিখতে ভালোবাসি, কারণ- আমি উড়তে ভালোবাসি। একমাত্র লিখতে গেলেই আসমানে পাখা মেলা যায়। আমার জন্ম কোথায়, পূর্ণ নাম কী, কোথায় কিসে পড়াশোনা করেছি, এটুকু আমার পরিচয় নয়। যেটুকু আমাকে দেখা যায় না, সেটুকুই আমার পরিচয়। বাকিটুকু আমার চিন্তায় ও সৃষ্টিকর্মে।

Leave a Comment

সম্পর্কিত ব্লগগুলো পড়ুন

Rokomari-blog-Logo.png
Join our mailing list and get the latest updates
Loading