কিছু দেখা চমকে দেয়, কিছু কথা থমকে দেয়, আজকের ভিডিওটাও এমন একজনকে নিয়ে যে, ভিডিওটি শোনার পর আপনি আবারো একবার থমকে বসবেন! এমন একজন যার লেখা কবিতাগুলো কাঁদাতে পারে, যার লেখা নীতিকথাগুলো কিছু শিখাতে পারে। তিনি হলেন- এস. এম. আরিফুজ্জামান সৌখিন এবং তার “শঙ্খমালা”
“সারাদিন একই কাপড়ে একই ক্লান্তিতে হাজারটা কাজ শেষ করে এত বিধ্বস্ত অবস্থায় যখন ঘরে ঢুকি তখন যদি দেখি যে একটা পরী ঘুমিয়ে আছে আমার ঘরে। তখন রাজ্যের ক্লান্তি একসাথে কেটে গিয়ে শুধু একটা কথাই মাথায় আসে। ওরকম নিষ্পাপ হয়ে যদি একটু ঘুমাতে পারতাম! আমি আবার বাচ্চা হয়ে যেতে চাই!”
“সত্যি তো ঘুমিয়ে পড়লেন নিষ্পাপ এর মত” !!- এস. এম. আরিফুজ্জামান সৌখিন
ডায়েরি ও চিঠিপত্র সংকলন।