আমি কি করব, আমার মর্জি! আমার কাছে যা ভালো লাগে আমি তাই করব। লোকে কি বলবে বা বলছে তা ভাবার প্রয়োজন আমার নেই। এমনটাই ভেবে থাকি আমরা। কিন্তু সেই কাজটা শুরুর করার আগেই অথবা শুরু করার পরে মানুষের কটু কথার স্বীকার হয়ে ভেঙ্গে পরি এবং পিছিয়ে পরি। তাহলে কি নিজের আত্মবিশ্বাসের চেয়ে মানুষের কটু কথার পাওয়ার বেশি?
বেশির ভাগ মানুষ তাই প্রমাণ করে আসছে। কিন্তু আসলে কি এইরকমটা হওয়া উচিত? নিজেদের স্বপ্নকে মাটি চাপা দেওয়া হয় “লোকে কি বলবে” এই ভেবে। ভালোলাগার কাজগুলো করা হয়না, “লোকে কি বলবে” এই ভেবে। তাই “লোকে কি বলবে” বইটি আপনার ভয় দূর করতে পারে। বইটি আসলে স্প্যাসিফিক কোনো গোষ্টীর জন্য নয়, বইটি সকলেরই পড়া উচিত এবং জানা উচিত কিভাবে “লোকে কি বলবে” ভয়টি কাটিয়ে উঠা যায়।