অনেকেই আমার সাক্ষাৎকার নিয়েছেন কিন্তু তারা আমার ধর্ম বোধ, ঈশ্বর চিন্তা, মৃত্যু চিন্তা সম্পর্কে কেউ জানতে চান নি। কিন্তু সাজ্জাদ হুসাইন এইসব সম্পর্কে জানতে চাইলেন, এবং আমি খুব চমৎকৃত হলাম তার প্রশ্নগুলো শুনে। আসলে সবাই এতো ধৈর্য সহকারে সাক্ষাৎকার নেয় না। সকলে শুধু জীবনের খুঁটিনাটি জানতে চায়, কিন্তু তিনি ভিন্ন কিছু টপিক জানতে চান! যা আমাকে আশ্চর্য করে!
‘দীর্ঘ জীবনে অনেকেই আমার সাক্ষাৎকার নিয়েছেন, কিন্তু সাজ্জাদ হুসাইনের মতো এত সবিস্তারে খুঁটিয়ে কেউই নেননি। তাঁর কাছে নিজের কথা অকপটে বলতে চেষ্টা করেছি। এত বিস্তৃত সাক্ষাৎকার আগে কাউকেই দিইনি। বাংলাদেশের এই নবীন আমার কাছ থেকে আদায় করে নিয়েছেন সব। এটা তাঁর কৃতিত্ব।’ আমাকে জানতে চাইলে এই বইটি পড়তে হবে,
– কবীরা বই নিয়ে কবীর সুমন